গৌরীপুরে বিএনপির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:৪০
গৌরীপুরে বিএনপির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজের পর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


বক্তারা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে, এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


বিবার্তা/হুমায়ুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com