শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫:৫২
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও সচিবের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে।


বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। এসময় তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সঠিক তদন্ত ও নিহতের সঠিক তথ্য প্রকাশ করার দাবিও জানান তারা।


একই দিন দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থার পরিদর্শনে যাওয়া শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ হয়ে পড়েছেন।


অবশ্য ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। এরপরও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com