
গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী নিহত ও আহত হন। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবনবাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।
বক্তারা আরো বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জুমাবাদ মসজিদে-মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান নেতৃবৃন্দ।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]