মোরেলগঞ্জে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ জন আদালতে
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২১:১৪
মোরেলগঞ্জে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ জন আদালতে
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর জিয়াউর রহমান হাওলাদারকে (৪৬) অপহরণের ঘটনায় গ্রেফতার ৪ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।


১৪ জুলাই, সোমবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।


এর আগে অপহরণের হাত থেকে বেঁচে যাওয়া জিয়াউর রহমানের বোনের ছেলে জুয়েল আকন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৯ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।


মামলায় প্রধান আসামি বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫), আসামি মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), বটিয়াঘাটার তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০) ও গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকনকে (৫৫) গ্রেফতার ও অপহরণে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ।


উল্লেখ্য, ১৩ জুলাই, রোববার বেলা ৭টার দিকে আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারধর করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।


এসময় জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম ও স্থানীয়রা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে সেই গাড়িসহ অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করে এবং অপহৃত জিয়াউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।


এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জিয়াউর রহমানকে অপহরণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মূল আসামিসহ ৪ জনকে গ্রেফতার ও অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com