
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) ভোর রাতের দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন জানান, শনিবার রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করে তারা। বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য কাজ করে। পরে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটক চারজনকে ফরিদপুর থেকে শৈলকুপা থানায় নিয়ে আসা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে শামীম হোসেন মোল্লা স্থানীয় সংবাদকর্মীদের জানান, শনিবার রাতে কুষ্টিয়া থেকে কাজ শেষে ফিরে আমি শৈলকুপার নিজের গ্যাস পাম্পে বসে ছিলাম। রাত ১১টার দিকে দুটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে এসে ডিবি পরিচয়ে আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। গাড়িতে বিভিন্ন পথ ঘুরে তারা অজানা কোনো স্থানে আমাকে ফেলে রেখে চলে যায়। এরমধ্যে তারা আমার পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে বলে জানতে পেরেছি। পরে পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে ফিরেছি।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]