
মোংলা ফরেস্ট ঘাট থেকে একটি খৈয়েকোবরা সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।
রবিবার (১৩ জুলাই) বিকালে মোংলা ফরেস্ট ঘাটের পুরাতন লঞ্চের মধ্যে থেকে খৈয়েকোবরা (Naja Naja) সাপটি উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্য প্রাণী ও প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, মোংলা ফরেস্ট ঘাটের পুরাতন লঞ্চের মধ্যে একটি সাপ দেখতে পেয়ে আমাদের অবগত করেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আজ দুপুরে একটি খৈয়েকোবরা (Naja Naja) সাপ উদ্ধার করি। এই সাপটি লম্বায় প্রায় ৬ ফুট, এটি খুবই বিষধর সাপ। বিকালে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয় জানান ওই কর্মকর্তা।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]