ভালুকায় বিনোদন পার্কে যুগল ও শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৪:৩০
ভালুকায় বিনোদন পার্কে যুগল ও শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন।


সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে পার্ক ব্যবস্থাপনায় কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, কোনো যুগলকে পার্কে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত কোনো শিক্ষার্থী পার্কে প্রবেশ করতে পারবে না। পার্কের অভ্যন্তরে কোনো ব্যক্তিকে অশোভন বা অপ্রীতিকর অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।


প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপর্যুক্ত নির্দেশনাগুলো অমান্য বা বাস্তবায়নে ব্যর্থ হলে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।


এই নির্দেশনা জারির মাধ্যমে ভালুকার পার্কসমূহে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্য নিয়েছে উপজেলা প্রশাসন।


নির্দেশনাটি জারি করেছেন, ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন।


এ বিষয়ে পার্ক মালিকদের নির্দেশনা অনুসরণে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com