
কুষ্টিয়ার দৌলতপুরে সানজিদ রানা নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সানজিদ রানার দাবি বিগত আওয়ামী লীগ আমলে তার ব্যবসার মাইক্রোবাসটি আওয়ামী লীগ নেতারা মাঝেমধ্যে ভাড়া নিতেন। এই অপরাধে একই এলাকার আকবর আলীর ছেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল জব্বার তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় আব্দুল জব্বার ও তার সাঙ্গপাঙ্গরা তাকে ঘিরে ধরলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। পরে রাত ১০টার দিকে জব্বারের নেতৃত্বে ১০-১২জন তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে মাইক্রোবাস এবং মোটরসাইকেলে আগুন জ¦াালিয়ে দেয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে বিএনপি কর্মী আব্দুল জব্বার অভিযোগ অস্বীকার করে বলছেন সানজিদ চাকরি দেয়ার নাম করে এলাকার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে চাকরি না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সানজিদ তাকে মারধর করে। এর জের ধরে স্থানীয় লোকজন রাতে সানজিদের বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, চকদৌলতপুর গ্রামে একটি বাড়িতে কিছু লোকজন ইটপাটকেল মারে। বাড়িতে থাকা একটি নোয়া গাড়ী ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]