
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘেনাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
১২ জুলাই, শনিবার দিবাগত রাতে লে. কর্ণেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল সহ ঘেনাকে গ্রেফতার করা হয় ।
সে গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে ।
জানাগেছে , এক সময়ের আওয়ামীলীগ ক্যাডার ঘেনা গত বছর ৫ আগষ্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকে । উপজেলার পূর্ব অঞ্চলের আতঙ্ক নামে পরিচিত ঘেনা গত ১ বছরে অসংখ্য চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকান্ডের এজাহারভুক্ত ২৪ নম্বর আসামী হয়ে গা ঢাকা দেয় ঘেনা ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান , এর আগে তার (ঘেনা) বিরুদ্ধে ৪ টি মামলা আছে । গতকাল সে পিস্তল সহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে । এখন সে থানা হেফাজতে আছে । আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরন করা হবে ।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]