হিলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২২ মে ২০২৫, ২৩:১৭
হিলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মুহাড়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের মুহাড়াপাড়া এলাকায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।


বিষয়টি রাত আটটায় নিশ্চিত করছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হোসেন।


নিহত সৈকত হোসেন (১৬) হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ড এর মুহাড়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। নিহত কিশোর বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানান স্থানীয়রা।


স্থানীয়রা জানান, আজ বিকেলে বাড়ির আঙ্গিনায় স্ট্যান্ড ফ্যান দিয়ে বোরো ধান উড়াচ্ছিলো। স্ট্যান্ড ফ্যানটি বিদ্যুৎ আয়িত হয়েছিলো সে জানতো না। এসময় মোটরসাইকেল আসায় অসাবধানতা বসতঃ স্ট্যান্ড ফ্যানটি সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সে আটকে যায়। পরে সাথে থাকা একজন বিদ্যুৎ এর তারটি টান দিয়ে ছিড়ে ফেলে।


এরপর স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com