
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ মে) দুপুরের উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার এসব ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) উত্তর কুমার নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করি। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হলো।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]