
রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায় নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পাংশা ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাত যুবক রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা চলন্ত নকশী কাঁথা কমিউনিটি (মেইল) ট্রেনের ছাদ থেকে নিচে নামতে গিয়ে দুই বগির মাঝ দিয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এস আই সৈয়দ ফরহাদ আলী বলেন, ৯৯৯ মাধ্যমে সংবাদ পায় কালিকাপুর ব্রিজের পাশে এক যুবক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। যেহেতু নাশের পরিচয় সনাক্ত হয় নাই।তাই অজ্ঞাত হিসেবে বর্গে পাঠানো হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]