
কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া আন্ডারপাসের নিচে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী রাসেল আহম্মেদ (৪৬) শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাসেল আহম্মেদ ও তার ফুফাতো ভাই বিশেষ প্রয়োজনে স্ত্রীর ৩৮ ভরি স্বর্ণালংকার বিক্রি করে নগদ ৪৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সিএনজিতে করে আব্দুল্লাহপুর হয়ে নিজবাড়ি সোনাকান্দা যাওয়ার জন্য রওনা হন। পথে তেঘরিয়া আন্ডারপাসের নিচে পৌঁছালে ৬ থেকে ৭ জন লোক র্যাব পরিচয়ে সিএনজির গতিরোধ করে এবং তাদের দুই ভাইকে নামিয়ে হাতে হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়।
পরে চোখে কাপড় বেঁধে মারধরের পাশাপাশি পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ, মোবাইল, মানিব্যাগ ও পকেটে থাকা নগদ অর্থসহ প্রায় অর্ধ কোটি টাকা তারা লুটে নেয়। এরপর হাতকড়া ও চোখের বাঁধন খুলে দিয়ে ঢাকা-মাওয়া হাইওয়ের একটি নির্জন জায়গায় তাদের ফেলে রেখে তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী রাসেল বলেন, এত টাকা নিয়ে চলাচল করার সময় ভয়ে আমি সিএনজি রিজার্ভ করি নাই। তিনজন যাত্রীর সঙ্গে আমি ও আমার ফুফাতো ভাই কদমতলী থেকে আব্দুল্লাহপুরের সিএনজিতে উঠেছিলাম। আমাদের সিএনজি থেকে তুলে নেওয়ার সময় র্যাব পরিচয় দেওয়ায় সিএনজির অন্য যাত্রীরা ভয়ে কোনো কথা বলেনি।
তিনি আরও বলেন, সিএনজি থেকে তুলে আমার চোখ বাঁধার আগে আমি তাদের মুখ দেখেছি, পরে দেখলে তাদের চিনতে পারব। তাদের বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে এবং একজনের মুখে দাঁড়ি আছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব যৌথভাবে এ ঘটনায় কাজ করছে।
তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে অপরাধীরা দ্রুত ধরা পড়বে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]