নাজিরপুরে র‌্যাব পরিচয়ে স্ট্যাম্পে স্বাক্ষর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
নাজিরপুরে র‌্যাব পরিচয়ে স্ট্যাম্পে স্বাক্ষর, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাব পরিচয় দিয়ে জোরপূর্বক ফাঁকা জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মানিক চক্রবর্তী নামের এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আজিজুল হকের পুত্র ইমদাদুল হকের বিরুদ্ধে।


এরই প্রতিবাদে ১৬ জানুয়ারি নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মানিক চক্রবর্তী। ইমদাদুল তিনি ঢাকার তেজগাঁও থানার পূর্বরাজাবাজার এলাকায় চাকুরির সুবাদে বসবাস করেন। মানিক চক্রবর্তী একই ইউনিয়নের মৃত মেঘনাথ চক্রবর্তীর ছেলে।


সংবাদ সম্মেলনে ভুক্তোভোগী জানান, ইমদাদুল তার পূর্ব পরিচিত। দীর্ঘদিন পূর্বে জণকল্যাণ সমবায় সমিতি লি. নামের একটি প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে ৭ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন করে ঢাকায় চলে যায়। ইমদাদুল হকের সাথে সুসম্পর্ক বিধায় জণকল্যান সমবায় সমিতি হইতে লভ্যাংশের টাকা উত্তোলন করিয়া তাহার ব্যাংক ও বিকাশ একাউন্টে জমা করিয়া দিতেন। বিগত ০৯ জুন ২০২৩ তারিখে পিতৃশ্রাদ্ধ করিবার জন্য চট্টগ্রাম সিতাকুণ্ডে যাওয়ার পথে সায়েদাবাদ এলাকা থেকে ইমদাদুলসহ তার সাথে থাকা মো. সাঈমুল হাওলাদার র‌্যাব-১০ ব্যাটেলিয়ান মোবাইল নং- ০১৭৩৮৬০৮৬৩২ ও মিঠু (ভাঙ্গা ফরিদপুর) মোবাইল নং- ০১৯৬৩৭২৬৫৮৬ ও অনেক লোকজন তাকে আটক করে অস্ত্র ঠেকিয়ে প্রাননাশের হুমকি দিয়ে ১০০ টাকার ৩ টি নন জ্যুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে এর কিছুদিন পর এমদাদুল বাড়িতে আসিয়া তার জায়গা জমি দখলের চেষ্টা করে পরবর্তীতে বিষয়টি নিয়া গত ২২ নভেম্বর ২০২৩ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ৩ নং দেউলবাড়ী দোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর অস্থায়ী কার্যালয়ে বসে তিমির চক্রবর্তী আব্দুর রহমান সাফায়েত বেপারী ও ইমদাদের ছোটভাই হাফিজুর রহমানদের নিয়ে চেয়ারম্যান ২ লক্ষ ৫০ হাজার টাকার মাধ্যমে মীমাংসা করে দেয়। বর্তমানে ওই চক্র ভাড়াটিয়া লোকজন পাঠিয়ে তাকে বাড়িঘর ছাড়িয়া ভারতে চলে যেতে বলে। এ নিয়ে গত ১২ জানুয়ারি নাজিরপুর থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগও করেন।


এবিষয়ে এমদাদুল হকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন তুলেন নাই।


র‍্যাব পরিচয়কারী নাঈমুল হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।


এবিষয়ে নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাধে শ্যাম সরকার (আর এস সরকার) জানান, এখানে অভিযোগ করেছে, উভয়পক্ষ নিয়ে আমরা বসেছিলাম কিন্তু আমরা কোন সমাধানে আসতে পারি নাই। তবে সমাধানের জন্য চেষ্টা চলছে।


বিবার্তা/মশিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com