শিরোনাম
নওগাঁয় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে জারিমানা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:২৩
নওগাঁয় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে জারিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে শাহাদত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বাক্কার সিদ্দিক ৫ হাজার টাকা জরিমানা করেন। শাহাদাত হোসেন উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ছবরা মণ্ডলের ছেলে।


জানা গেছে, শাহাদাত হোসেনের পালিত মহিষ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলো। চিকিৎসা করে সুস্থ করতে না পেরে মহিষটি মাংস বিক্রয়ের উদ্দেশ্যে জবাই করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র জানতে পেরে ইউএনও অবগত করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।


মান্দা ইউএনও আবু বাক্কার সিদ্দিক জানান, মহিষটির পায়ের সমস্যা থাকায় দীর্ঘদিন অসুস্থ ছিলো। যার কারণে বাজারে বিক্রি করতে না পেরে বাড়িতে মহিষটি জবাই করেন।এ ব্যাপারে আমরা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অনুমতি না নিয়ে জবাই করার দায়ে মহিষ মালিককে জরিমানা করা হয়েছে। মাংসগুলো খাওয়ার উপযোগী থাকায় জব্দ করা হয়নি।


বিবার্তা/আপেল/এসএফ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com