শিরোনাম
ময়মনসিংহে ১০ চেয়ারম্যান প্রার্থী পেলেন শূন্য ভোট!
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১১:২৪
ময়মনসিংহে ১০ চেয়ারম্যান প্রার্থী পেলেন শূন্য ভোট!
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি কেন্দ্রে ১০ চেয়ারম্যান প্রার্থী শূন্য ভোট পেয়েছেন।


মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল কুমার সরকার। এর আগে রোববার ৯ ইউনিয়নে ১৪টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ১০ চেয়ারম্যান প্রার্থী শূন্য ভোট পেয়েছেন।


শূন্য ভোট পেয়েছেন যারা— টিকুরী এবতেদায়ি মাদ্রাসাকেন্দ্রে ১নং মইলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহীনুর ইসলাম (ঘোড়া প্রতীক), ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফকির (ঘোড়া প্রতীক), মাওহা ইউনিয়নের অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম চল্লিশা কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নান কিল্লাতজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।


এদিকে ৫নং সহনাটী ইউনিয়নের শূন্য ভোট পেয়েছেন গিধাউষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ, ৯নং ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ ও অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সাবিকুর রহমান, ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক খানপাড়া, অনন্তগঞ্জ, ভাটিপাড়া, ভোলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে শূন্য ভোট পান। তবে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হক নির্বাচনের আগে আ’লীগের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান।


১০ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ১৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৩৯০ জন ও নারী ভোটার এক লাখ ১৩ হাজার ৭৮২ জন। মোট ৯৯টি কেন্দ্রের ৬১৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত ৩০টি আসনে ১২৭ জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল অসমাপ্ত রয়ে গেছে।



বিবার্তা/বাবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com