শিরোনাম
খুলনায় ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪
খুলনায় ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

খুলনা মহানগরীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।


শিকদার শাহীনুর আলম জানান, নগরীর রূপসা স্ট্যান্ড রোডে মূল্য তালিকা না থাকায় ‘প্রথম স্বাদ রেস্টুরেন্টে’ ২ হাজার টাকা, পার্শ্ববর্তী হাবিব মিট শপে ১ হাজার টাকা, আবাবিল সুইটসে ৩ হাজার টাকা।


আবার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে মামুন এন্টার প্রাইজকে ৫ হাজার টাকা, বরিশাল বেকারীকে ২ হাজার টাকা এবং নতুন বাজার এলাকার মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় জানান তিনি।


এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।


বিবার্তা/ফরিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com