শিরোনাম
চট্টগ্রামে ১৯০০ নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ১০:৪০
চট্টগ্রামে ১৯০০ নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪১৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।


রবিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় দুজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় শূন্য দশমিক এক শতাংশ। আবার শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন নগরের ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।


তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com