শিরোনাম
মান্দার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১১:০৯
মান্দার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা
মান্দা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। উপজেলায় তিনজন আওয়ামী লীগ ও ১১ জন স্বতন্ত্র প্রার্থীবেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারশোঁ ইউনিয়নের মুস্তাফিজুর রহমান (নৌকা), ভালাইনে গোলাম মোস্তফা মন্ডল (স্বতন্ত্র) ঘোড়া, পরানপুরে মাহফুজুর রহমান (নৌকা), মান্দা সদরে তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) চশমা, গনেশপুরে শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (স্বতন্ত্র) আনারস, মৈমনমে আনিছুর রহমান (স্বতন্ত্র) মটর সাইকেল, প্রসাদপুর ইউনিয়নে আব্দুল মতিন মন্ডল (স্বতন্ত্র) ঘৌড়া, কুসুম্বায় নওফেল আলী মন্ডল (স্বতন্ত্র) মটর সাইকেল, তেঁতুলিয়া ইউনিয়নে এস এম মখলেছুর রহমান (স্বতন্ত্র) চশমা, লুরুল্যাবাদে ইয়াসিন আলী প্রামানিক (স্বতন্ত্র) চশমা, কালিকাপুরে আশরাফুল ইসলাম (স্বতন্ত্র) মোটর সাইকেল, কাঁশোপাড়ায় আব্দুস ছালাম (স্বতন্ত্র) আনারস, কশব ইউনিয়ে ফজলুর রহমান (নৌকা), বিষ্ণুপুরে এস.এম গোলাম আজম (স্বতন্ত্র) আনারস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


দিনব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।


বিবার্তা/আপেল/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com