শিরোনাম
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২২:১৩
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচন পরবর্তী পৃথক দুইটি সহিংসতার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও পঞ্চসার ইউনিয়নে এসব ঘটনা ঘটে।


সন্ধ্যায় পঞ্চসারের গোসাইবাগে বিজয়ী চেয়ারম্যান গোলাম মোস্তফার লোকজন পরাজিত প্রার্থী আলী সিদ্দিকীর বাড়িতে হামলা করে। এ সময় তার চাচাতো ভাই রিয়াজুল শেখ (৭০) আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।


এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের বাংলাবাজার ইউপিতে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে৭, ৮, ৯নং ওয়ার্ডে বই প্রতীকের আরিফা বেগম ও কলম প্রতীকের রাবেয়া বেগমের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতেশাকিল মোল্লা নামের একজন নিহত হয়েছেন। নিহত শাকিল শরীয়তপুরের সখিপুরের কাঁচিকাটা এলাকার হারুন মোল্লার ছেলে।


মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের বিজয়ী মেম্বার রাবেয়া বেগমের (কলম প্রতীক) ভাগিনাকে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে কাউকে এখনো আটক করা হয়নি। নিহতের মরদেহ এখনো হাসপাতালে রয়েছে।


বিবার্তা/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com