শিরোনাম
পাঁচ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৫:৪৯
পাঁচ হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে খাবার হোটেলে দাম বেশি এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করায় ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় শহরের নিরালা মোড়, মিষ্টিপট্টি ও নতুন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।


টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন জানান, শহরের হোটেলগুলোতে অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও খাবারের দামের বিষয়ে অভিযোগ আসছিলো। তারই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এ সময় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী শহরের কিছুক্ষণ ৫ হাজার, পিয়াসী ২ হাজার, সুরচী ৩ হাজার, টিপটপ ৫ হাজার, ফাইলা ৩ হাজার করে ৫ হোটেল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


বিবার্তা/তোফাজ্জল/ফরিদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com