শিরোনাম
কুড়িগ্রামে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৭:২৭
কুড়িগ্রামে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া জেলার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনসহ সারা দেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।


মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এসময় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফারুক, মিজানুর রহমান, লুৎফর রহমান, সাফিনা বেগম, আব্দুল হাই, মোর্শেদ আলম, নূরনবী মিয়া, আব্দুল গণি, আব্দুর রউফ প্রমুখ।


বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষককে নির্যাতনকারী ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকল আসামীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।


উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাতে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন লিটন বিদ্যালয়ের নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন। এতে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগমের স্বামী ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতির কাছে প্রতিবাদ করলে ঘুষি মেরে ৩টি দাঁত ভেঙ্গে দেন ও শারীরিক নির্যাতন করেন।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com