শিরোনাম
তথ্য অধিকার দিবসে ফেনীতে সুজন’র গোল টেবিল বৈঠক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩
তথ্য অধিকার দিবসে ফেনীতে সুজন’র গোল টেবিল বৈঠক
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফেনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গালটেবিল বৈঠক আয়োজন করেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) শহরের ফুড ল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লক্ষণ বনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, অধ্যাপক সন্তোষ রঞ্জন নাথ, ফেনী সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান একে শহীদ খোন্দকার, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির।


গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা দাবি জানিয়েছেন- জনগণের তথ্য পাওয়ার অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে।


বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের অধিকার, সরকারের উচিৎ তা নিশ্চিত করা। রাষ্ট্রের কাছে কথা বলার অধিকার চায় মানুষ। আইনে তথ্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান, আইনের পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ এর ধারাসহ বাকস্বাধীনতার পরিপন্থী অন্যান্য ধারা বাতিল, তথ্য পাওয়ার ক্ষেত্রে আলাদা ডেস্ক তৈরি ও অনলাইন ব্যবস্থা চালু করার দাবি জানান তারা।


আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, আইনজীবী মাহফুজুর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, বন্ধুর বন্ধনের সাধারণ সম্পাদক জি এম তাজ উদ্দিন পলাশ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবু তাহের, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বিটিভি প্রতিনিধি শওকত মাহমুদ, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক সংবাদ প্রতিনিধি শাবিহ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জাতীয় কবিতা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, সাপ্তাহিক ফেনীর আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা, উন্নয়ন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী কিশান মোশাররফ, তরুণ সংবাদকর্মী ও সংগঠক হোসাইন আরমান, সাংস্কৃতিক কর্মী আবদুস সালাম ফরায়জী প্রমুখ।


বিবার্তা/সাব্বির/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com