শিরোনাম
কর্ণফুলীতে নকল জর্দা কারখানায় অভিযান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬
কর্ণফুলীতে নকল জর্দা কারখানায় অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কর্ণফুলীর চরপাথরঘাটায় ভেজাল জর্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।


বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা এলাকার শাহ ছমিয়া নগর বাজার সংলগ্ন মো. ইউসুফের মালিকানাধীন জর্দা ফ্যাক্টরীতে এ অভিয়ান পরিচলনা করা হয়।


অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা ও কয়েক বস্তা নকল জর্দা জব্দ করে ধ্বংস করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রেড মার্ক জালিয়াতি করে চরপাথরঘাটার ইউসুফ কেমিক্যাল কোম্পানির মালিক মো. ইউসুফ এর কারখানায় সৌদিয়া জর্দা, শাহী মদিনা জর্দা নামে নকল জর্দা তৈরি করে বাজারজাত করে আসলে। এ সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, বিধিমালা লংঘন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল জর্দা তৈরি করায় ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০০৫-এর বিধান মতে আর্থিক দণ্ড দিয়ে অবৈধ মালামাল জব্দ করা হয়।'


অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলীর থানার এসআই আমির হোসেন ও পুলিশ ফোর্সসহ, আনসার সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মচারী।


বিবার্তা/জাহেদ/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com