শিরোনাম
ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছর কারাদণ্ড
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬
ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছর কারাদণ্ড
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় বাবুল কবিরাজ (৩১) নামে এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।


অভিযুক্ত বাবুল সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।


মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ২১ এপ্রিল চরশেরপুর সাতানিপাড়া গ্রামের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) ফুসলিয়ে অপহরণ করে বাবুল কবিরাজ। পরে তাকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বাবুল। একপর্যায়ে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বাবুল ওই কিশোরীকে ঢাকায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক বাবুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।


২০১৯ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এতে অভিযোগ প্রমাণিত হয়। এরপর ১৯ সেপ্টেম্বর রবিবার দুটি ধারায় বাবুলকে ৪৪ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com