শিরোনাম
৩০ লক্ষ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজন আটক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬
৩০ লক্ষ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজন আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ শফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। অবৈধ ভিওআইপির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার লালমাটিয়ার জাকির হোসেন রোডে বিটিআরসি প্রযুক্তিভিত্তিক সোর্স এবং র‍্যাব-২ এর সহযোগিতায় এই অভিযান চালায়। এসময় ৩০ লক্ষ টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে।


বিটিআরসির এনফোর্সমেন্ট টিম এর সম্পূর্ণ কারিগরি দক্ষতা ও এনটিএমসির প্রযুক্তিগত সহায়তায় পরিচালনাধীন অবৈধ ভিওআইপি অপারেশনকালীন একটি আবাসিক স্থাপনা থেকে ৫১২ পোর্ট এর ৩টি ২৫৬ পোর্ট এর ২ টি সিমবক্স, ৭টি ল্যাপটোপ, ৫ টি মডেম, ১ টি সুইচ ও ৯০০ টি টেলিটক সিম জব্দ করা হয়।


১ জন সৌদি প্রবাসীসহ ৪ জনের সিন্ডিকেট এ প্রায় দেড় বছর ধরে এ অবৈধ ব্যবসা পরিচালিত হয়ে আসছিলো। এতে প্রতিদিন সর্বোচ্চ ২ লক্ষ ৩০ হাজার মিনিট হারে কল হতো, যার ফলে সরকার এ সময়ে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব হারায়।


বিটিআরসি এ ধরণের অভিযান চলমান থাকবে এবং অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে।
বিবার্তা/গমেজ/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com