শিরোনাম
চট্টগ্রামে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১৩৩
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২
চট্টগ্রামে আরো ৪ মৃত্যু, শনাক্ত ১৩৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহামারি করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৫৯ জনে। একই সময়ে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১৩৩ জন। এর মধ্য দিয়ে মোট শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো এক লাখ ৪৫২ জনে।


বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫০৯টি নমুনা পরীক্ষায় ১৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৭ এবং উপজেলার ৪৬ জন।


তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com