
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ১৮ বছর বয়সী এক তরুণী। শুক্রবার (২৭ আগস্ট) বিকালে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে হাজির হন তিনি। এদিকে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক সোমিন শেখ (২১) বাড়ি থেকে সটকে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের কালন শেখের বাড়িতে।
অনশনকারী ওই নারী জানান, ৪ বছর ধরে সেলিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দিন যাবত সেলিম তাকে বিভিন্ন জায়গায় নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে রাত্রি যাপন করেছে এবং তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। সে এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে এসেছেন। বিয়ে না করলে এ বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করবেন তিনি।
এ বিষয়ে বহরপুর ইউপি সদস্য আরব আলী জানান, ওই নারীর এলাকার ইউপি সদস্য আবুল কালাম আজাদকে বিষয়টি জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। আমরা সমস্যার সমাধানের উদ্যোগ নেয়ার প্রস্তুতিকালে প্রেমিক সেলিম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিবার্তা/বিদ্যুৎ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]