শিরোনাম
যশোরে শেখ কামালের জন্মদিন পালন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৬:২৪
যশোরে শেখ কামালের জন্মদিন পালন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জম্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে যশোরের ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়। শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক এই আলোচনা সভা ও দোয়া মহাফিলের আয়োজন করে ।


আলোচনা সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মাহমুদ শাহিন, আরাফাত রহমান বাসিত, যুবনেতা ফেরদৌস হোসেন বাবু, তিব্বত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমন ইসলাম, ছাত্রলীগ নেতা অনিক ইসলাম।


বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতি সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। নিজেও ক্রিকেট খেলতেন, সেতার বাজাতেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের মননে সব সময় বাংলা ও বাঙালি ছিলো বলেও মন্তব্য করেন বক্তারা।


মোনাজাতে শহীদ শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মেনাজাত পরিচালনা করেন যশোরের ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদের ইমাম জুহুরুল ইসলাম।


এ সময় আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, পৌর ছাত্রলীগের সদস্য অপূর্ব অপু, সজীব, রাজা,পলক, প্রভাত, নয়ন, কল্লোল, শুভাশিস, কৌশিক, লিখন প্রমুখ।


প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে কোভিড রোগীদের অক্সিজেন সেবাসহ নানা সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com