শিরোনাম
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক লুটের চার ডাকাত অস্ত্রসহ আটক
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ২১:০৪
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক লুটের চার ডাকাত অস্ত্রসহ আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙ্গে ৩ লাখ ১৬ হাজার ৫০ টাকা লুটের ঘটনায় ৪ জনকে ডাকাত আটক করেছে লক্ষ্মীপুর র‍্যাব-১১। এসময় তাদের থেকে দেশি অস্ত্র, চেক বই ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩১ জুলাই) বিকেলে অস্থায়ী কার্যালয় র‍্যাব -১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।


আটককৃতরা হলেন- লাহার কান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বাবু, মহিন উদ্দিন, রিয়াজ, রাসেল হোসেন।


গত ১৯ জুলাই পৌর শহরের বাইশমারা এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দরজা ও ভল্ট ভেঙ্গে তারা টাকা লুট করে বলে জানা যায়।


পরে ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ ও সিসি টিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে সদরের লাহারকান্দি ইউনিয়ন থেকে আটক হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে ।


তবে এ ঘটনায় জড়িত আরেকজনকে আটক ও লুণ্ঠিত বাকি টাকা এখনো উদ্ধার করতে পারেনি বলেও জানায় র‍্যাব।


বিবার্তা/সোহেল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com