শিরোনাম
বন্যায় আশ্রয় নেয়া মানুষকে খাবার দিলেন সেনাবা‌হিনী
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৫:৫৯
বন্যায় আশ্রয় নেয়া মানুষকে খাবার দিলেন সেনাবা‌হিনী
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি বন্যায় আশ্রয়‌কে‌ন্দ্রে আশ্রয় নেয়া মানুষকে রান্না করা খাবারপৌঁছে দিলেন সেনাবা‌হিনী। শনিবার (৩১জুলাই) দুপুরে বান্দরবান সেনা জোনের সদস্যরা বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ২৫০জন মানুষকে এ রান্না করা খাবার পৌঁছে দেন।


এসময় বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি এবং জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি বলেন, ‘চলমান এই ভারী বর্ষণে নিজের বাড়িঘর ছেড়ে বন্যর্তারা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি। চলমান এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী তা‌দের পাশে থাকবে। এছাড়া এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/ক্যমুই অং/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com