শিরোনাম
কারণ ছাড়া ঘোরাফেরায় হিলিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ২০:৪৭
কারণ ছাড়া ঘোরাফেরায় হিলিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে দিনাজপুরের হাকিমপুর হিলিতে স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ১৬ জনকে চার হাজার ৮শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


শুক্রবার (২৩ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই জরিমানা প্রদান করেন।


হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


তিনি আরো বলেন, চলমান কঠোর লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ( সাদা প্রাইভেট কারে তিন জন বগুড়া থেকে চকলেট কিনতে আসায়) ১২ টি মামলায় ১৬ জনকে চার হাজার আটশত (৪৮০০) টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com