শিরোনাম
ঝিনাইদহে করোনায় আরো দুই মৃত্যু, শনাক্তের রেকর্ড
প্রকাশ : ২৫ জুন ২০২১, ১৫:০২
ঝিনাইদহে করোনায় আরো দুই মৃত্যু, শনাক্তের রেকর্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালের করোনা ইউনিটে একজন ও হরিণাকুন্ডুতে একজন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৬১ ভাগ।


সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২৯৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৭৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৮৯০ জনে।


ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ বলেন, হাসপাতালে প্রতদিনই নতুন নতুন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এমন পরিস্তিতিতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এতে চিকিৎসা দেয়াটাই কষ্টকর হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ অধিদফতরের সাথে আলোচনা করে ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎক ও বেশ কয়েকজন মেডিকেল অফিসার চেয়ে আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ইতমধ্যে দেয়া হয়েছে কিন্তু তিনি এখনো কাজে যোগদান করেননি।


তিনি আরো বলেন, সদর হাসপাতালে করোনার রোগীদের জন্য বেডের সংখ্যা বাড়িয়ে ৭০টি করা হয়েছিলো। বর্তমানে হাসপাতালে ৭১ জন রোগী ভর্তি রয়েছে।


বিবার্তা/কোরবান আলী/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com