শিরোনাম
জামালপুরে ৩১ জনের দেহে করোনা শনাক্ত
প্রকাশ : ২৫ জুন ২০২১, ১১:২৫
জামালপুরে ৩১ জনের দেহে করোনা শনাক্ত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাস একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩১জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।


জামালপুর শেখ হাসিনা ল্যাবে ও রেপিড এন্টিজেনে ১৫৬টি নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও পৌর এলাকার কাচারীপাড়ায় এক পুরুষের মৃত্যু হয়েছে। ৎওই ব্যক্তিদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। নতুন শনাক্ত হয়েছে, সদরে ২৪, সরিষাবাড়ি ৩, মাদারগঞ্জে ৩ ও বকশিগঞ্জে ১জন।


জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬১৮জন। এদের মধ্য থেকে মোট সুস্থ হয়েছেন ২২৯০ জন এবং মারা গেছেন ৪৫জন। আর রেফার্ড করা হয়েছে ৪১জনকে।


জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাহফুজুল রহমান সোহান জানান, নিজ দায়িত্বে স্বাস্থ্য বিধি মেনে চলেন। সবাইকে সুস্থ্য রাখেন। মানুষকে কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলার পরার্মশ দিয়েছেন। এতেই বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবে।


বিবার্তা/ওসমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com