শিরোনাম
‘লবণাক্ত পানির কারণে আশানুরূপ ফসল পাওয়া যাচ্ছে না’
প্রকাশ : ১৯ জুন ২০২১, ২০:২১
‘লবণাক্ত পানির কারণে আশানুরূপ ফসল পাওয়া যাচ্ছে না’
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেড়িবাঁধ না থাকায় লবণ পানির কারণে আশানুরূপ ফসল পাচ্ছেন না বাগেরহাটের মোরেলগঞ্জের মানুষ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ পরিচালনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালকও অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন।


শনিবার (১৯ জুন) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সুপেয় পানি সুরক্ষা গবেষণা দলের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, লবণাক্ত পানির কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।


এসব সমস্যা নিরসনে দ্রুত সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন।


উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে ও নিবার্হী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের (ওয়ারপো) কারিগরি বিভাগের পরিচালক কে.এম.আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ ও পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য।


এতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/রাজু/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com