শিরোনাম
চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়ায় ৭ দিনের কঠোর লকডাউন
প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৯:১৭
চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়ায় ৭ দিনের কঠোর লকডাউন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণার এবার চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা সদরের আলুকদিয়া ইউনিয়কে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।


শনিবার (১৯ জুন) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।


কমিটির সভাপতি তথা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন, ৬ বিজিবি অধিনায়ক, পুলিশ সুপারের প্রতিনিধি, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবসভাপতিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।


রবিবার (২০ জুন) সকাল ৬টা থেকে ২৬ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেয়া হয়।


জেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৪ দিনের জন্য দামুড়হুদা উপজেলা লকডাইনের আজ ৫ম দিন। দামুড়হুদায় করোনা ভাইরাস কিছুটা কমলেও চুয়াডাঙ্গা সদর উপজেলায় সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার জরুরী সভা আহবান করা হয়।


সভায় বিস্তারিত আলোচনা শেষে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা পৌর এলাকা ও পার্শ্ববর্তী আলুকদিয়া ইউনিয়ন কঠোর লকডাউন ঘোষণা করেন। তিনি বলেন, রবিবার সকাল ৬টা থেকে এ লকডাউন আগামী ২৬ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। প্রয়োজনে ২৬ জুন পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। লকডাউন চলাকালে শহরে একটি অটো চলবে না। মোটরসাইকেলও বন্ধ থাকবে। লোকাল বাস শহরে চলবে না। দূরপাল্লার পরিবহনগুলো চললেও তা শহরের মধ্যে থেমে যাত্রী ওঠানো নামানো করবে না। শুধুমাত্র পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়বে। এবং ওখান থেকেই যাত্রী ওঠানামা করবে।


কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। কাঁচাবাজারের কথা বলে কেউ ব্যাগ ছাড়া ঘুরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লকডাউন চলাকালে একটি চায়ের দোকানও খোলা থাকবে না। অটো চালক ও চা দোকানীদের প্রয়োজনে নির্ধারিত পরিমানের চা্উলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। শতভাগ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যাক্তিকে বাড়ির বাইরে পাওয়া গেলে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হবে।


বিবার্তা/সাগর/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com