শিরোনাম
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৫ জুন ২০২১, ১৫:৪১
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (১৭)।


মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে। ওই ভবনে থেকে তিনি কাজ করছিলেন।


নিহতের সহকর্মী মতিউর রহমান গণমাধ্যমকে জানান, জুরাইন জামে মসজিদের পাশে নির্মাণাধীন একটি আটতলা ভবনে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন কবির। ১০ দিন আগে তিনি এ কাজে যোগ দেন।


সকালে ভবনটির ছয়তলায় কাজ করছিলেন কবির। এ সময় অসাবধানতাবশত পা ফস্কে পাঁচতলায় পড়ে যায় তিনি। এতে কবির মাথায় আঘাত পায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আহতাবস্থায় তাকে হাসপাতালে আনার পর চিকিৎকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com