শিরোনাম
কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ
প্রকাশ : ১১ জুন ২০২১, ২১:৫১
কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া পৌর এলাকায় শুকবার মধ্যরাত থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। অধিক করোনা সংক্রমনের কারণে শুক্রবার মধ্যরাত ১২:০১ টা থেকে ৭ দিনের জন্য অর্থাৎ ১৮ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধের আওতায় নেয়া হচ্ছে কুষ্টিয়া পৌর এলাকাকে।


বিধি নিষেধের মধ্যে রয়েছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধি-নিষেধ চলাকালে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। ৯টি বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


বিবার্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com