শিরোনাম
দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও
প্রকাশ : ১০ মে ২০২১, ২২:০৭
দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাবার নেই শুনলেই খাবার পৌছে দিচ্ছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। বৈশ্বিক মহামারি করোনায় বহু পরিবারের উপার্জনের মানুষটি কর্মহীন হয়ে পড়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে অভাব-অনটন, দেখা দিচ্ছে খাদ্যের সংকট। সরকারের নির্দেশনা বাস্তবায়নে খাদ্য নেই এমন পরিবারের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা।


উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, কোন মাধ্যমে যদি খবর পাই কারো ঘরে খাদ্যের সমস্যা আছে, তাহলে তাদের বাড়িতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিচ্ছি। করোনায় অনেক পরিবারে উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই আমরা খাবার দিচ্ছি।


সোমবার (১০ মে) দুপুরে উপজেলার গুবিরপাড়া গ্রামে করোনা আক্রান্ত জনৈক রেহানার বাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এছাড়া উপজেলা চত্বরে অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম।


খাদ্য সহায়তা পাওয়া অসহায় পরিবারের সদস্যরা জানান, আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই। ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে খাদ্য সামগ্রী দিয়েছেন। খাবার পেয়ে তারা প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


বিবার্তা/অসীম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com