শিরোনাম
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার উদ্যোগে ঈদের পোশাক বিতরণ
প্রকাশ : ০৯ মে ২০২১, ২১:৫৫
লক্ষ্মীপুরে যুবলীগ নেতার উদ্যোগে ঈদের পোশাক বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে মানবিক যুবলীগের ব্যানারে ১ হাজার ৪০০ নারী-পুরুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। এরমধ্যে উপজেলার কেরোয়া ইউনিয়নের ১ হাজার ২০০ অসহায় নারী-পুরুষকে শাড়ি-লুঙ্গি ও ২ শতাধিক নেতাকর্মীকে পাঞ্জাবি দেয়া হয়েছে।


রবিবার (৯ মে) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে কেরোয়া লুধুয়া ভূঁইয়া বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


সমাজসেবক সাইদুল বাকিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।


রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।


জানা গেছে, করোনার শুরু থেকেই বায়েজীদ ভূঁইয়া যুবলীগের পক্ষ থেকে অসহায়-কর্মহীন মানুষের পাশে রয়েছেন। অসহায় কৃষকের ধান কেটে দেওয়াসহ খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তাও করেছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তিনি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। করোনাকালীন কর্মহীন হয়ে পড়া মানুষগুলো নতুন পোশাক কিনতে পারেনি। ঈদে তাদের মুখে হাসি ফোটাতে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত একমাসে বিভিন্ন সময় প্রায় ৫০০ কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতকর্মীদেরকে পাঞ্জাবি উপহার দেয়া হয়েছে।


বিবার্তা/সুমন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com