শিরোনাম
ঘরে বসেই বিনামুল্যে অক্সিজেন সেবা পাবে ঝিনাইদহ পৌরবাসী
প্রকাশ : ০৪ মে ২০২১, ১৫:৩৭
ঘরে বসেই বিনামুল্যে অক্সিজেন সেবা পাবে ঝিনাইদহ পৌরবাসী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘরে বসেই বিনামুল্যে অক্সিজেন সেবা পাবেন ঝিনাইদহ পৌরসভার অসহায়, দরিদ্ররা। মঙ্গলবার (৪ মে) সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


আয়োজকরা জানান, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ নামের ২টি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচী হাতে নিয়েছে। ঝিনাইদহ পৌরসভার এলাকার অসহায় দরিদ্র মানুষ যারা করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালে যেতে পারছেন না। অর্থের অভাবে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছেন তারা তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ এবং পৌরসভা নিজস্ব পরিবহণ ব্যবস্থার মাধ্যমে তাদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিবেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গৌর্কী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিপন জোয়ার্দ্দার, নবগঙ্গা রক্ষা পরিষদের প্রধান উপদেষ্টা মাসুদ আহম্মেদ সঞ্জু, যুগ্ম আহবায়ক খান জাহান আলী, সদস্য রাশেদুল ইসলাম পরাগ,আহাদসহ অন্যান্যরা।


যোগাযোগ: গাউস গোর্কী-০১৭১২-৬০০৪৭১, শিমুল-০১৭১২-৬১৭৯৮৮, শিপন-০১৯৭২-১২০৮১২ ও খান জাহান আলী-০১৮৮১-১৬০৫৯৯। এসব নাম্বরে যোগাযোগ করলে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।


বিবার্তা/কোরবান আলী/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com