শিরোনাম
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনে ফুলেল গাছ
প্রকাশ : ০২ মে ২০২১, ১৪:১৬
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনে ফুলেল গাছ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এবার সৌন্দর্য বর্ধনে লাগানো হয়েছে বিভিন্ন ফুলেল গাছ। শুধু মহাসড়কের দুই পাশে নয় রাস্তার মাঝ খানের আইলান্ডের উপরেও লাগানো হয়েছে ফুলেল গাছ। সেই সাথে মহাসড়কের মাঝ খানে লাগানো গাছে ফুটেছে কৃষ্ণচুড়া ফুল। যা মহাসড়ক ব্যবহারকারী ও স্থানীয়দের মাঝে সৌর্ন্দের লীলা ভুমি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ফুলের মনমাতানো গন্ধে ফুল প্রেমীদের মধ্যে যোগাচ্ছে বাড়তি আনন্দ।


জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে সৌন্দর্য বন্ধনে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সাভারের আমিনবাজার থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলেল গাছ। গাছে ফুল ফুটায় মহাসড়কে সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ। এছাড়া মহাসড়কে লাগানো হয়েছে ষ্টাম লাইট, যা রাতের বেলায় দিচ্ছে বাড়তি আলো। লাইটগুলো দেয়ার কারণে মহাসড়কে কমেছে চুরি, ছিনতাই ও ডাকাতি। সেই সাথে মহাসড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিটি টিভি ক্যামেরা। যেকোন সড়ক দুর্ঘটনা বাবা অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত চিহিৃত করতে পারছে পুলিশ।


স্থানীয়রা বলছে, বর্তমানে ঢাকা আরিচা মহাসড়কে ঐশ্বর্যের শেষ নেই। আধুনিকতার জঞ্জাল না থাকায় মহাসড়কের দুই পাশ পরিচ্ছন্ন ও সুন্দর। নতুন সাজে সাজানো এই মহাসড়ক এখন দেশের অন্যতম মহাসড়ক। আর যা ভরা বষার্য় মহাসড়কের দুই পাশের বিভিন্ন লেকের পানি সৌন্দর্য বাড়ায় আরও দ্বিগুণ।


এই মহাসড়ক দিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বাংলাদেশ সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাষ্ট্র ও সরকার প্রধানরা মহাসড়কের এই নিসর্গ শোভা উপভোগ করেন।


এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, মহাসড়কের সৌন্দর্য বাড়াতে ফুলেল গাছ লাগানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com