শিরোনাম
কাউখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২১, ১৯:২৬
কাউখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজারের দুটি টলসেড ঘর এবং দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে বৃহস্পতিবার (২৯এপ্রিল) দুপুরেরে এই অভিযান পরিচালনা করা হয়।


কাউখালী দক্ষিণ বাজারে দুটি টলসেড ঘর এবং দুই পাশের জায়গাসহ সরকারি শৌচাগার দীর্ঘদিন যাবৎ কিছু প্রভাবশালীসহ অসাধু ব্যবসায়ীদের দখলে ছিল। সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করে গরু ছাগল রাখত। এর ফলে হাটের দিন ওই জায়গায় ব্যবসায়ীরা বসতে পারত না।



কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাজারের জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথিসহ কাউখালী থানার পুলিশ।


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, কাউখালী বাজারের কয়েকটি সেডঘর অবৈধ দখলে রয়েছে। অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে হাটের দিন এখানে মাছ বাজার বসবে।


বিবার্তা/রবিন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com