শিরোনাম
রোজা রেখেছেন চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দারা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১১:১৬
রোজা রেখেছেন চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দারা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশে শুরুর একদিন আগেই আরব বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রেখেছেন দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামের বাসিন্দারা।


মঙ্গলবার (১৩ এপ্রিল) সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক এবারও একদিন আগে রোজা শুরু করেছেন। এ উপলক্ষে দরবারের মুরিদরা সোমবার (১২ এপ্রিল) তারাবির নামাজও আদায় করেছেন।


জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে রোজা রেখেছেন।


এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামের মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা আজ থেকে রোজা শুরু করেছেন বলে দরবার সূত্রে জানা গেছে।


এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও ওই দরবারের অনুসারী কামরুল হাসান বলেন, আমরা শুধু রোজা না সব ধর্মীয় উৎসব আরব বিশ্বের সঙ্গে মিল রেখে পালন করি। সেখানে গতকাল রমজানের চাঁদ দেখা গেছে, তাই আমরা রোজা শুরু করেছি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com