শিরোনাম
শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ৯৩ রান
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১৭:১৭
শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ৯৩ রান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও পরাজয়ের পথে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৩৩০ রান করে পাকিস্তানকে ২৯৬ রানে অলআউট করে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।


প্রথম ইনিংসের লিড পাওয়া সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি টাইগাররা। ১৫৭ রানে গুটিয়ে যাওয়ায় পাকিস্তানকে চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জ ছূড়ে দেয়া সম্ভব হয়নি। যে কারণে পরাজয়ের পথে বাংলাদেশ।


চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০২ রান। টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকালে ৩৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছে পাকিস্তান।


অর্ধশত রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া আবিদ আলী। প্রথম ইনিংসে ৫২ রানে আউট হওয়া আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন।


জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে পাকিস্তানকে ৯৩ রান করতে হবে। শেষ দিনের সকালে কোনো অঘটন না ঘটলে পাকিস্তানের জয় বলতে গেলে নিশ্চিত।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com