শিরোনাম
অর্ধযুগ পর বাংলাদেশ আসছে পাকিস্তান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৭
অর্ধযুগ পর বাংলাদেশ আসছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা পাকিস্তানের। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।


মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এতে দীর্ঘ ৬ বছর পর আবারো মিরপুরের মাটিতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।


বাকি দু’টি টেস্ট থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে। নভেম্বরের ২৬ তারিখে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি মাঠে গড়াবে ডিসেম্বরের ৪ তারিখ।টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি টেস্ট খেলতে আবারো মিরপুর আসতে হবে ক্রিকেটারদের।


এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান জাতীয় দল। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। আগামী ১৯ অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর এবং শেষ হবে নভেম্বরের ১৪ তারিখ।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com