শিরোনাম
টোকিওতে দ্বিতীয় রাউন্ডে থামলো বাংলাদেশের আর্চারের পথচলা
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৪:৪৬
টোকিওতে দ্বিতীয় রাউন্ডে থামলো বাংলাদেশের আর্চারের পথচলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম রাউন্ডের উত্থান-পতনের দোলাচলের উত্তাল ঢেউ পার হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেও শেষ রক্ষা করতে পারলেন না রোমান সানা। টোকিও অলিম্পিকসের রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলোতেই পথচলা থামলো বাংলাদেশের এই তারকা আর্চারের।


ইউমেনোশিমা ফিল্ডে মঙ্গলবার (২৭ জুলাই) দ্বিতীয় রাউন্ডে কানাডার প্রতিপক্ষ ক্রিসপিন ডুয়েনাসের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে যান রোমান। টোকিওতে যাওয়া দেশের ছয় অ্যাথলেটের মধ্যে কেবল রোমানই সরাসরি অলিম্পিকের টিকেট পেয়েছিলেন। ফলে তাকে নিয়ে প্রত্যাশাও ছিলো বেশি।


ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে থাকা ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা ছিলো আশা জাগানিয়া। চতুর্থ দিনের সকালটা শুরু হয়েছিলো জয় দিয়ে। প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্ট হারান রিকার্ভ পুরুষ এককের র‌্যাঙ্কিংয়ে ২৫তম স্থানে থাকা এই আর্চার।


চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান গ্রেট বৃটেনের ৩০ বছর বয়সী আর্চার। রোমানকে ২৭-২৫ ব্যবধানে হারিয়ে ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে। সেখানেই ২৯-২৭ পয়েন্টে জিতেন রোমান। এই জয়ের রেশ নিয়ে পরের রাউন্ডে গিয়েও আর পেরে ওঠেননি তিনি।


র‌্যাঙ্কিং রাউন্ডেও রোমান পেরুতে পারেননি বাছাইয়ের ব্যক্তিগত সেরা স্কোর। ৬৬২ স্কোর গড়ে ৬৪ প্রতিযোগীর মধ্যে ১৭তম হয়েছিলেন তিনি। ওয়ার্ল্ড আর্চারি স্বীকৃত প্রতিযোগিতার বাছাইয়ে তার সেরা স্কোর ৬৮১।


২০১৯ সালে নেদারল্যান্ডসে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে বাংলাদেশকে সরাসরি অলিম্পিকে খেলার টিকেট এনে দিয়েছিলেন রোমান।


বিবার্তা/অনামিকা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com