শিরোনাম
হোয়াইটওয়াশ করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানালেন তামিম
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১০:৩৩
হোয়াইটওয়াশ করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানালেন তামিম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রায় অর্ধযুগ পর আরেকটি ঈদ, বাংলাদেশের আরেকটি জয়। তবে এবার আর দেশের মাটিতে নয়। সুদূর জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঈদের আগেরদিন খেলেছে সিরিজের শেষ ম্যাচ। যেখানে মিলেছে ৫ উইকেটের সহজ জয়।


বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদুল আজহা বুধবার। এর আগেরদিনই পাওয়া জয়টিই দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে দিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।


বুধবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষাংশে বিশেষভাবে টাইগার অধিনায়ক বলেছেন, দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। ঈদ মোবারক সবাইকে।


শেষ ম্যাচটি জেতার নেপথ্য কারিগরও তামিম নিজেই। ছন্নছাড়া বোলিংয়ের মাশুল দিয়ে জিম্বাবুয়েকে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে দিয়েছিল বাংলাদেশ। তবে এই রান তাড়া করতে বেগ পেতে হয়নি তেমন।


অধিনায়ক তামিম ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিতে খেলেছেন ১১২ রানের ইনিংস। মাত্র ৮৭ বলে পূরণ করেছিলেন সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরিও বটে। তামিমের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।


বিবার্তা আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com