শিরোনাম
নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া
প্রকাশ : ২৫ জুন ২০২১, ১৬:২০
নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেগা টুর্নামেন্ট টোকিও অলিম্পিকের পর্দা উঠছে ২৩ জুলাই। এই অলিম্পিকের কোর্টে নামলেই বিরল এক রেকর্ড গড়বেন ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা।


রেকর্ডটি হচ্ছে— ভারতীয় নারী হিসেবে প্রথমবারের মতো চারটি অলিম্পিকে খেলবেন ছয়টি গ্র্যান্ডস্ল্যামজয়ী সানিয়া। এর আগে তিনটি অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।


২০১৬ সালের রিও অলিম্পিকে দুর্দান্ত খেলেছিলেন সানিয়া। মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে সেমিফাইনালে উঠেছিলেন। অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। এবার অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বেঁধে কোর্টে লড়বেন সানিয়া। ২০১৬ সালের চেয়েও ভালো কিছু করার প্রত্যয়ী এ টেনিস সুন্দরীর।


নিজের সেই বিরল রেকর্ড আর পারফরম্যান্সের বিষয়ে সানিয়া মির্জা বলেন, আমার ক্যারিয়ারটা দুর্দান্ত দেখছি। সারা বিশ্বে যেখানেই খেলতে যাই, ভারতকেই প্রতিনিধিত্ব করি। কিন্তু অলিম্পিকে খেলাটা গর্বের। সেখানে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনো খেলোয়াড়ের স্বপ্ন। আমি জানি, এবারের টোকিও অলিম্পিকে খেলতে নামলে আমি হব একমাত্র ভারতীয় নারী, যে সবচেয়ে বেশি অলিম্পিক খেলবে।


২০১৬ সালের রিও অলিম্পিকের পারফরম্যান্স নিয়ে সানিয়া মির্জা বলেন,আমার জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল সেদিন। পদক জয়ের কাছে গিয়েও ফিরতে হয়েছিল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com