
রাজধানীর মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ শেষে শুরু হয়েছে সমাবেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলে দলে আসতে শুরু করেছে আন্দোলনকারীরা।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে হোটোল কন্টিনেন্টালের সামনে চলে আসেন তারা।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। রাতেই আন্দোলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দীন পাটোয়ারীসহ শীর্ষ নেতারা।
শুক্রবার সকাল ৯টার দিকে দেখা যায়, এনসিপির কয়েকশ’ নেতাকর্মী বিক্ষোভ করছেন। তারা কিছুক্ষণ পরপর আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
এই দাবি আদায়ে জামায়াতে ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামি আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করেছে।
সকালে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনঃগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। আমাদের আশা ছিল, এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা। আমরা শুনেছি, আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক উপদেষ্টারাও অনিচ্ছা রয়েছে।’
আওয়ামী লীগকে পুর্নগঠনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না। আর কোনো টালবাহানা চলবে না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘নানামত, নানা দল ও ফ্যাসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে জুমার নামাজ শেষে আমরা এই যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর ঘরে ফিরব।’
এনসিপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে, তারা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]